ময়মনসিংহ আ.লীগের প্রবীন নেতা জেলা আ.লীগের উপদেষ্টা শিক্ষাবিদ, শিক্ষক নেতা অধ্যক্ষ রিয়াজুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহে—– রাজেউন)। তিনি সোমবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। রিয়াজুল ইসলাম ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের জৌষ্ট সদস্য। তিনি ছিলেন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হয় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে । তার জানাজায় আংশ গ্রহন ও মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আ.লীগের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার পুত্র তানভীর আহমদ সিদ্দিক মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।