ঢাকাMonday , 29 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শিগগিরই আরও ৪ হাজার নার্স নিয়োগ: প্রধানমন্ত্রী

Link Copied!

করোনা মোকাবিলায় সরকারের বিশেষ গুরুত্ব আরোপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আরও ৪ হাজার নার্স নিয়োগ দিচ্ছি।’ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘নার্স নিয়োগের  বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেওয়া হবে।’

দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী  বলেন, ‘দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতি সমূলে উৎপাটনে সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।’

শেখ হাসিনা বলেন, ‘করোনার প্রাদুর্ভাব ও মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মুজিববর্ষের উপহার হিসেবে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি করহারও হ্রাস কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়াও কর্পোরেট ট্যাক্সের হার  ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে নিম্ন-আয়ের মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আসবে।’ বেসরকারি বিনিয়োগও বাড়বে  বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।