করোনা টেস্ট করাতে লাগবে ২০০ টাকা

রোনাভাইরাসের পরীক্ষা করতে হলে এখন থেকে ফি দিতে হবে। কোভিড-১৯ পরীক্ষার (টেস্ট) ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

এত দিন সরকারিভাবে বিনামূল্যে এই পরীক্ষা করা হতো।

পরিপত্রে বলা হয়েছে, বুথ ও হাসপাতালে ভর্তি রোগীর থেকে গৃহীত নমুনা পরীক্ষায় ২০০ টাকা লাগবে। আর বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করাতে লাগবে ৫০০ টাকা।

করোনা পরীক্ষার ফি নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, সরকারি হাসপাতাল ও বুথে পরীক্ষা করালে ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে ৫০০ টাকা

Share this post

scroll to top