কুমিল্লায় কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ হয়েছে। ফলে তার জামিন বহালই থাকলো।
আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আজ খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন, অ্যাডভোকেট এ এইচ এম কামরুজ্জামান মামুন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।