ঢাকাSunday , 28 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কাজল ২ দিনের রিমান্ডে

Link Copied!

রাজধানীর হাজারিবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক ‘পক্ষকাল’ সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের জিআরও আশ্রাফ আলী এই তথ্য জানান।

এর আগে, সাংবাদিক কাজলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই) মো. রাসেল মোল্লা। তবে, এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকেই তাকে উপস্থিত দেখানো হয়।
আদালতে সাংবাদিক কাজলের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরদিন (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের অভিযোগে কাজলকে আটক করে মামলা করে বিজিবি। পরদিন কাজলের জামিন মঞ্জুর হলেও কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।