ঢাকাMonday , 17 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জাপানের রেস্তোরাঁয় বিস্ফোরণে আহত ৪২

Link Copied!

জাপানের উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁয় রোববার রাতে শক্তিশালী বিস্ফোরণে ৪২ জন আহত হয়েছেন। এতে পার্শ্ববর্তী কয়েকটি ভবন ধসে পড়ে। পরে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

খবরে বলা হয়, জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরো নগরীতে এ বিস্ফোরণের পর ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে বিশাল অগ্নিশিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

পুলিশ জানায়, এ বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর তিনি সেখানে গ্যাসের গন্ধ পেয়েছেন।

হোক্কাইডো অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানান, শক্তিশালী এ বিস্ফোরণে ৪২ জন আহত হলেও এতে কেউ নিহত হয়নি।

এদিকে বার্তা সংস্থা জিজি প্রেস জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার মুখ একেবারে ঝলসে গেছে। অন্যরা শঙ্কামুক্ত।

এ বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, দমকল বাহিনীর কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করে ওই রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিস্ফোরণে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব ভবনের লোকজনের থাকার ব্যবস্থা করার জন্য এ নগরীর সরকার আশ্রয় কেন্দ্র খুলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।