ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছে মেয়েটির পরিবার। শনিবার রাতে ওই মামলাটি নথিভুক্ত করা হয়।
জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামের সবজি ব্যবসায়ী বাচ্চু মিয়ার মেয়ে সুমাইয়া খাতুন কে শুক্রবার মাঝ রাতে বসত ঘরের দরজা ভেঙ্গে অপহারণকারীরা নিয়ে যায়। পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসা একই গ্রামের মুনসুর উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম(৩২) তার কয়েক সহযোগীকে নিয়ে সুমাইয়াকে অপহরণ করেছে। তাদের ধারণা কয়েক মাস আগে সাইদুল ইসলাম বিয়ের প্রস্তাব পাঠিয়ে নাকচ হলে জেদের বসে ওই কান্ড ঘটিয়েছে। অপহৃত সুমাইয়া স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
অপহৃত সুমাইয়ার পিতা বাচ্চু মিয়া জানান, ঘটনার দিন রাতে তাদের শোবার ঘরে বাহির থেকে তালা বদ্ধ করে । অপর একটি চালা ঘরের দরজা ভেঙ্গে দাদির সাথে ঘুমন্ত সুমাইয়াকে উঠিয়ে টেনে হেঁছড়ে নিয়ে যায় সাইদুল ইসলাম ও তার সহযোগিরা। পরে দিনভর সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, অপহৃত সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।