ময়মনসিংহের গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ট্রাকচালক।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক ক্যাপ্টেনের (৪৫) বাড়ি শেরপুর জেলায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে ময়মনসিংহগামী পাথরবোঝাই ট্রাক ও কিশোরগঞ্জগামী একটি চিড়াবোঝাই ট্রাকের মহাসড়কের গৌরীপুরে রামগোপালপুর বাজারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় ট্রাকের ভেতর থেকে দুই চালককে উদ্ধার করে। পরে তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ট্রাকচালক ক্যাপ্টেনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহত আরেক ট্রাকচালক কোম্পানীগঞ্জের লিটন মিয়াকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা।
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে।