করোনায় আক্রান্ত আ.লীগ নেতা সোনা মিয়ার মৃত্যু

করোনায় আক্রান্ত আ.লীগ নেতা সোনা মিয়ার মৃত্যুকিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহিদুজ্জামান সোনা মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত সোনা মিয়া ভৈরব শহরের চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ নানা উপসর্গে আক্রান্ত ছিলেন। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তার করোনাভাইরাসের পরীক্ষা করালে প্রতিবেদন পজিটিভ আসে। গত সোমবার তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা. বুলবুল আহমেদ জানান, শহিদুজ্জামান সোনা মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের পরামর্শ ও সহায়তায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এই নিয়ে এখানে মোট ৪৮৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। এ পর্যন্ত আসা প্রতিবেদন অনুযায়ী মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ২০৮ জন।

Share this post

scroll to top