আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে লিওনেল মেসির আগমনের পর সকলে ডিয়েগো ম্যারাডোনা হতে চাইতেন। তবে সব আলো নিজে কেড়ে নিয়েছেন মেসি। ম্যারাডোনা হতে গিয়ে তাকে ছাপিয়ে মেসি হয়ে উঠেছেন ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড়। আর এখনকার তরুণ আর্জেন্টাইন ফুটবলারের লক্ষ্য মেসি হওয়া।
আর তেমনই এক নতুন মেসি হলেন লুকা রোমেরো। জন্মসূত্রে মেক্সিকান হলেও, রোমেরো মূলত আর্জেন্টাইন ফুটবলার। ইতিমধ্যে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের জার্সি গায়ে চড়িয়েছেন ১৫ বছর বয়সী রোমেরো। মেসির খেলার ধরনের সঙ্গে রোমেরোর মিল খুঁজে পাওয়াতে ইতিমধ্যে ‘মেক্সিকান মেসি’ নামে পরিচিত হয়ে গেছেন তিনি। গতকাল লা লিগার ৮০ বছরের পুরোনো এক রেকর্ড নিজের করে নিলেন এই ‘মেক্সিকান মেসি’।
বয়স ১৬ ছোঁয়ার আগেই স্প্যানিশ লা লিগার দল রিয়াল মায়োর্কা দলে ভিড়িয়েছে লুকা রোমেরোকে। গতকাল দলটির হয়ে অভিষেকও হয়ে গেলো রোমেরোর। তাও মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সে রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট দলের বিপক্ষে।
এত কম বয়সী হিসেবে কেউ এর আগে স্প্যানিশ লা লিগায় খেলেনি। আর তাই স্পেনের শীর্ষ লিগে সর্বকনিষ্ঠ ফুটবলারের তকমা গায়ে জুটলো ‘মেক্সিকান মেসি’ খ্যাত লুকা রোমেরোর।
বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়েছিল লুকা রোমেরোকে। যার সুবাদে মেক্সিকান মেসি ভেঙে দিয়েছেন সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের ১৯৩৯ সালে গড়া রেকর্ড। স্যানসন ১৫ বছর ২৫৫ দিন বয়সে খেলেছিলেন স্পেনের শীর্ষ লিগে।
মেক্সিকান মেসির অভিষেকের দিনে অবশ্য জয় পায়নি মায়োর্কা। লুকা রোমেরো মাঠে নামার আগেই ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। আর শেষ পর্যন্ত এই ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে ব্যক্তিগত রেকর্ড গড়া লুকা রোমেরো।