করোনা সঙ্কট কাটিয়ে ৮ জুলাই থেকে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচী। ইংল্যান্ডের মাটিতে আতিথ্য নেবে ওয়েস্ট ইন্ডিজরা। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে ইংল্যান্ডের মাটিতে অনুশীলন শুরু করেছে দুই দল।
ইংল্যান্ডের অনুশীলন শুরু করার জন্য সবাইকে মঙ্গলবারের মধ্যে বায়ো-সিকিউর পরিবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইংল্যান্ডের পেস সেনসেশন মার্ক উড ও বেন স্টোকস একদিন আগেই পৌঁছেছেন। বাকিরা মঙ্গলবার উপস্থিত হয়েছেন। বায়ো সিকিউর পরিস্থিতিতে ট্রেনিং করা ক্রিকেটারদের জন্য সম্পূর্ণ নতুন পরিস্থিতি। আর এটাকে সাই-ফাই মুভির সাথে তুলনা করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড।
ইংরেজ সংবাদ মাধ্যম এভিনিং স্টান্ডার্ডকে মার্ক উড বায়ো-সিকিউর অবস্থানে অনুশীলনের বিষয়ে বলেন, ‘এটা যেন অনেকটা সাই-ফাই মুভির মতো। সবাই মাস্ক পরে আছে। কারো চেহারা দেখা যাচ্ছে না। কেউ বুঝতে পারবে না সেকি আমার বন্ধু নাকি না! স্বাভাবিক অবস্থা থেকে এটা অনেক ভিন্ন এবং অনেক অদ্ভুত। তবে আমাদের এর সাথে মানিয়ে যেতে হবে।’
এদিকে ইংল্যান্ড ক্রিকেটের ৩০ সদস্যের মধ্যে কেবল জোফরা আর্চার এখনও দলের সঙ্গে যোগ দেয়নি। কারণ, তাঁর বাসার গৃহপরিচারিকার করোনা পজেটিভ ধরা পড়েছে। ফলে বুধবার তাকে আবার করোনা টেস্ট দিতে হবে এরপর নেগেটিভ হলেই কেবল বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
মার্ক উড তাঁর সতীর্থ আর্চারকে নিয়ে বলেন, ‘জোফরাকে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার। আমি বিশ্বাস করি, সে শিগগিরই আমাদের সাথে যোগ দিবে। আশা করি, সব ঠিক থাকলে কালই। সে এই গ্রীষ্মে আমাদের জন্য বড় অস্ত্র হিসেবে কাজ করবে।’