ঢাকাThursday , 25 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অর্ধশতাধিক ভারতীয় বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড হালুয়াঘাট সীমান্তের বাড়িঘর

Link Copied!

haluaghat bitভারতীয় বন্য হাতির পালের তাণ্ডবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের বন বিভাগের গোপালপুর বিট কার্যালয়সহ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

গোপালপুর বিট অফিসার শাহ আলম জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্তের গোপালপুর এলাকায় প্রায় ৫০/৬০টি পাহাড়ি হাতি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় হাতির তাণ্ডবে বিট অফিসের বিল্ডিং ভেঙে যায়। নষ্ট করে ফেলে ঘরের আসবাবপত্র।

এ সময় বিট অফিস ছাড়াও আশপাশের আরো বেশ কিছু বাড়িঘর ভাংচুর করে। খেয়ে ফেলে অনেকের ঘরে রাখা খাবার। একই সঙ্গে ফলজ ও বনজ গাছেরও ক্ষতি করে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ২টার দিকে হাতির পাল বর্ডার ক্রস করে যখন বাংলাদেশের সীমান্তে ঢোকে তখন আশপাশের এলাকায় চরম আতংক বিরাজ করে। এ সময় ঘর ছেড়ে শতাধিক লোক বাইরে চলে আসে। আগুন জ্বালিয়ে কোনো মতে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে।

বনবিভাগের গোপালপুর বিট অফিসার বলেন, বনবিভাগের কার্যালয়টি যেভাবে নষ্ট করেছে তাতে এখন আর থাকার অবস্থা নেই। রান্না করার চুলা ও পানির ট্যাংকসহ ঘরের আসবাবপত্রও নষ্ট করে দিয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে বিট অফিসের বিল্ডিং মেরামত না করলে অফিসের কাজ করা কষ্টকর হয়ে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।