ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Puja-paul-mukhtagachaময়মনসিংহের মুক্তাগাছায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া পূজা পাল নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার বিকাল ৬টার দিকে শহরের মন্ডার দোকান সংলগ্ন মালিকের বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পূজা পাল মুক্তাগাছার প্রসিদ্ধ মিষ্টি মন্ডা দোকানের মালিকদের একাংশ রবীন্দ্রনাথ পালের মেয়ে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ১ম সেমিস্টারে পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ বলছে, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে মন্ডা দোকান সংলগ্ন চার তলা বাসভবনের ২য় তলায় একটি কক্ষের ফ্যানে পূজা পালের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয় ।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে।

Share this post

scroll to top