ময়মনসিংহের ভালুকায় বমি ও ডায়রিয়াসহ করোনা উপসর্গ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সালাহ উদ্দিন মারা গেছেন। সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, তিনি ডায়াবেটিকস ও হৃদরোগে ভূগছিলেন। গতরাতে পাতলা পায়খানা ও বমি করায় ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
ভালুকা শিল্প পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার নুর নবী জানান, গতরাত পৌণে দুটোর দিকে ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া (৫৩) বারবার পাতলা পায়খানা ও বমি করায় নিজেই চিকিৎসকের সাথে কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং হেঁটে হেঁটে হাসপাতালের দোতলায় উঠেন। এক ঘণ্টার ব্যবধানে রাত পৌণে তিনটার দিকে চিকিৎসক তাঁকে স্যালাইন দেয়ার জন্য ক্যানোলা লাগানোর সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি মাদারীপুর জেলার রাজৈ উপজেলার হাজী আবু আলেম মিয়ার ছেলে। তাঁর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েটি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। মৃত্যুর খবর পেয়ে স্ত্রী, ছেলে-মেয়ে এসেছিল। তারা লাশ নিয়ে বাড়ি ফিরে গেছেন। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলেও জানান তিনি। #