কথা ছিল গত ১৪ই ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাবে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ছবি ‘রাত্রির যাত্রী’। কিন্তু তা হয়নি। আজ রোববার নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব মানবজমিনকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ছবি মুক্তির তারিখ পেছানো হয়েছে। এখন নতুন বছরের ১৫ই ফেব্রুয়ারি এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি, নির্বাচনের পর দর্শকরা আবারো হলমুখি হবে এবং আমার পরিচালিত প্রথম এ ছবিটি দেখে সবার ভালো লাগবে। ‘রাত্রীর যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ অনেকে। এছাড়াও অতিথি চরিত্রে অভিনয় করেছেন স¤্রাট। এ ছবিতে একটি আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম।