নানা কর্মসুচীর মধ্যদিয়ে ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে নগরীর কালিবাড়ি রোডের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। কর্মসুচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এম এ কুদ্দুস, কাজী আজাদ জাহান শামীম ও শওকত জাহান মুকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মমিনুল হক জিন্নাহ, জেলা আ’লীগ নেতা আহসান মোহাম্মদ আজাদ, আহম্মদ আলী, ভিপি বাবুল, স্বপ্না খন্দকারসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় করোনামুক্ত বাংলাদেশ ও শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্রমিক নেতা গোলাম রব্বানী। ##