ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা নিশ্চিত করেছেন তিনি সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি কিংবা হাসপাতালে রুম পাচ্ছেন না এরকম খবর সম্পূর্ণভাবে ভিত্তিহীন।
গত ১৯ জুন করোনা টেস্ট করান মাশরাফি। পরের দিন দুপুরে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর থেকে ঘরে সেলফ আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। সোমবার সকালে দেশের একাধিক গণমাধ্যামে প্রকাশিত হয়, মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। কিন্তু হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না!
বিষয়গুলো নজরে আসে মাশরাফির। বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশের সবচেয়ে সফলতম অধিনায়ক লিখেছেন,‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’
‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’