‘এসেছে নতুন শিশু, পুরনোকে ছেড়ে দিতে হবে স্থান’-এই সূত্র মেনেই যখন সবকিছু ঘটে থাকে তখন ক্রিকেটও ব্যতিক্রম নয়।
দলে নতুনদের জায়গা করে দিতে পুরনোকে ছাড়তে হয় স্থান। বর্তমান সময়ের বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, বেন স্টোকসরা আধিপত্য দেখাচ্ছেন। বলার অপেক্ষা রাখে না গত এক দশকেরা সেরা ক্রিকেটারদের তালিকায় থাকবেন তারা। সময়ের পরিক্রমায় তাদেরও জায়গা ছাড়তে হবে। তাদের জায়গা দখল করে নেবেন নতুন ক্রিকেটাররা।
কারা সেই প্রতিভাবান? কাদের সামর্থ্য আছে আগামী এক দশক বিশ্ব ক্রিকেটে আধিপত্য দেখানোর? ক্রিকইনফো এক জরিপ চালিয়ে ২০ ক্রিকেটারকে খুঁজে পেয়েছে যারা আগামী এক দশ বিশ্ব ক্রিকেট আধিপত্য দেখাতে পারেন। সেই তালিকায় আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী।
বিশ্বের ১৫ জন কোচ, খেলোয়াড়, স্কাউট, অ্যানালিস্ট এবং পর্যবেক্ষকের তৈরি করা তালিকায় জায়গা পেয়েছেন আকবর। ওই প্যানেলে ছিলেন টম মুডি, মাইক হেসন ও অ্যান্ডি মোলসের মতো কোচ। ইয়ান বিশপ, রাসেল আর্নোন্ডের মতো ধারাভাষ্যকার। খেলোয়াড়দের ভেতরে বাংলাদেশের তামিম ইকবাল, দক্ষিণ আফ্রিকার রবিন পিটারনেস ছিলেন।
উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলীর ধীরস্থির মনোভাব ও দলকে নেতৃত্বদানের অসাধারণ গুণ মনে ধরেছে ক্রিকেটবোদ্ধাদের। আকবর আলী বলেছেন,‘বাবা সর্বদাই আমার জীবনের হিরো। বাংলাদেশের হয়ে লম্বা সময় আমি খেলবো সেটাই আমার একমাত্র স্বপ্ন। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল আমার সবচেয়ে পছন্দের ম্যাচ।’
আকবর বাদে এ তালিকার বাকি ১৯ খেলোয়াড় হচ্ছেন, শুভম্যান গিল (ভারত), টন ব্যানটন (ইংল্যান্ড), নূর আহমেদ (আফগানিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), জস ফিলিপ (অস্ট্রেলিয়া), রাচিন রাবিন্দ্রা (নিউজিল্যান্ড), কার্তিক তেয়াগি (ভারত), অলি পোপ (ইংল্যান্ড), ইব্রাহিম জারদান (আফগানিস্তান), গেরাল্ড কোটজে (দক্ষিণ আফ্রিকা), ইয়াশভি জয়সওয়াল (ভারত), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), জয়ডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), হায়দার আলী (পাকিস্তান), কায়েস আহমেদ (আফগানিস্তান), জেক ফ্রেসার মুগার্ক (অস্ট্রেলিয়া), পৃথ্বী শ (ভারত), হারিস রউফ (পাকিস্তান), লাসিথ এমবুলেনডিয়া (শ্রীলঙ্কা)|