প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ক্রীড়া-সাংস্কৃতিক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে এ সব সামগ্রী তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।
অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এর মধ্যে ২০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্র রয়েছেন। এছাড়া স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক স্কুলে পড়ুয়া ২৫৬ জন শিক্ষার্থীকে ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি প্রমুখ।