জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা , ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ২৩৫ জন কর্মহীন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২৯ জনের প্রত্যেকের হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে ১০৬ জন কর্মহীনদের প্রত্যেককে দু’হাজার টাকা করে চেক প্রদান করা হয়।