প্রাণঘাতি মহামারি করোনাভাইরাস দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে দেশটিতে প্রায় ১১ লক্ষ মানুষের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫০ হাজারেরও বেশি। প্রতিনিয়ত এই সংখ্যা কেবল বেড়েই চলছে।
আর এই ভয়াল পরিস্থিতির মধ্যেই গত সপ্তাহের বৃহস্পতিবার দেশটির শীর্ষ ফুটবল লিগ রিও ডি জেনেইরো চ্যাম্পিয়নশিপ চালু করেছিল কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল লিগের দুটি ক্লাব, ফ্লুমিনেন্স ও বোটাফোগো। এমনকি ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদো নাজারিও এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে ভুল বলে আখ্যায়িত করেছেন। অবশেষে তিনদিন মাঠে খেলা গড়ানোর পর আবার বন্ধ হয়েছে ফুটবল লিগটি।
দীর্ঘ ৩ মাসের বিরতি শেষে মারাকানা স্টেডিয়ামে রিও ডি জেনেইরো চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্ল্যামিঙ্গো ও বাঙ্গুর মধ্যকার ম্যাচ দিয়ে আবার মৌসুম শুরু করা হয়েছিল। প্রথম ম্যাচে অনুমেয়ভাবে ফ্লামেঙ্গো ৩-০ গোলে জয় পেয়েছিল। দেশটির ফুটবল কনফেডারেশন চেয়েছিল খেলা চালিয়ে যেতে।
সূচি অনুযায়ী সোমবার মুখোমুখি হওয়ার কথা ছিল ফ্লুমিনেন্স ও বোটাফোগোর। তবে দুই দলই জানিয়েছে খেলতে পারবে না তারা। ফ্লুমিনেন্সের দাবি ছিল, আরও প্রস্তুতির সময় দরকার তাদের। এদিকে বোটাফোগো জানিয়ে দিয়েছে জুলাইয়ের আগে মাঠে নামতে চায় না তারা। যদিও তখন কোর্টের রায়ে হেরে গিয়েছিল দুই ক্লাব। ম্যাচ পেছানোর সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
তবে রিও ডি জেনেইরোর মেয়র মার্সেলো ক্রাইভেলার বদান্যতায় মাঠে নামা থেকে বেঁচে যায় দুই দলই। মেয়রের পক্ষ থেকে সিদ্ধান্ত আসে স্থগিত করতে হবে টুর্নামেন্ট। যার ফলে আগামী ২৫ জুন পর্যন্ত রিও ডি জেনেইরো চ্যাম্পিয়নশিপের সকল ম্যাচ স্থগিত থাকবে।
ব্রাজিলের অন্যান্য রাজ্য টুর্নামেন্টগুলোও শুরুর দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। দেশটির অন্যতম সেরা টুর্নামেন্ট সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে খেলে করিন্থিয়াস। তাদের দলের ৮ খেলোয়াড় এবং ৫ টিম স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।