ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ধনুয়া থেকে ভালুকা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপ লাইনের কাজের জন্য মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডোবালিয়া পাড়ায় অবস্থিত মেসার্স পাইওনিয়ার নিটওয়ারস বিডি লিমিটেডে গ্যাস সরবরাহের জন্য নির্মিত নতুন লাইনের সঙ্গে বিদ্যমান পুরাতন পাইপলাইনের সংযোগ স্থাপনের জন্য উল্লেখিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার সিএনজি ফিলিং স্টেশন, ক্যাপটিভ পাওয়ার, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।