করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধি। রোববার (২১ জুন) জর্ডানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে মারা যান সাবেক এই স্ট্রাইকার।
৫৬ বছর বয়সী রাধির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর এই কিংবদন্তি স্ট্রাইকারকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুন) হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে আবারও অসুস্থবোধ করলে তাকে শনিবার (২০ জুন) পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও লাভ হয়নি। রোববার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
আহমেদ রাধির আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৯৮২ সালে। ১৯৯৭ সাল পযর্ন্ত খেলে ১২১ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ইরাকের একমাত্র গোলটি করেছিলেন রাধি। বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য তার দল হেরেছিল ২-১ ব্যবধানে। তিনি ১৯৮৮ সালে বর্ষসেরা এশিয়ান ফুটবলার নির্বাহিত হয়েছিলেন।