২০১১ ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পাতানো ছিল! শ্রীলঙ্কা বিশ্বকাপ বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। সম্প্রতি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে এমন দাবি করে বসেন। তবে এরপর থেকে সাবেক এই ক্রীড়ামন্ত্রী এমন দাবিকে অযৌক্তিক বলে দাবি করে আসছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে।
তবে এরপরই অতুলগামাগে আবার জানান, তিনি কোনো ক্রিকেটারের কথা বলেননি। এমনকি তাদের দিকে অভিযোগের আঙুলও তোলেননি। তিনি বলতে চেয়েছেন, অফিসিয়ালদের মধ্যে কেউ বিক্রি করে দিয়েছে। আর অতুলগামাগের এই মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জয়াবর্ধনে। সাবেক এই লঙ্কান অধিনায়কের মতে, দলে না থেকেও কিভাবে একজনের পক্ষে ম্যাচ পাতানো সম্ভব!
অতুলগামাগে ফাইনাল ফিক্সিংয়ের দাবি তোলার পর আরেক সাক্ষাতকারে জানান, তিনি ২০১২ সালে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিলেন। আর সাবেক এই ক্রীড়ামন্ত্রীর কাছে ফাইনাল ফিক্সিং হয়েছে এটা মনে হওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, একজন ক্রিকেট অফিসিয়ালকে তিনি দেখেছেন ওই ফাইনাল হেরে গিয়ে নতুন করে গাড়ির ব্যবসা শুরু করেছিলেন। এরপরই খেলোয়াড়দের জড়িত না থাকার কথা জানিয়ে অতুলগামাগে বলেন,
‘মাহেলা বলছে সার্কাস শুরু হয়েছে কিনা! আমি আসলে বুঝতে পারছি না মাহেলা আর সাঙ্গা কেন এই বিষয়টিকে এত বড় ইস্যু বানিয়েছে। আমি তো কোনো খেলোয়াড় জড়িত থাকার কথা বলিনি।’
অতুলগামাগের এমন মন্তব্যের পর নিজের টুইটার অ্যাকাউন্টে মাহেলা জয়াবর্ধনে লিখেন, ‘যখন কেউ বলে আমরা ২০১১ বিশ্বকাপের শিরোপা বিক্রি করে দিয়েছি। তখন নির্দ্বিধায় সেটি অনেক বড় ইস্যু হয়ে ওঠে। কারণ আমরা বুঝতে পারছি না, কিভাবে একজন একাদশে না থেকেও ম্যাচ পাতাতে পারে? আশা করি সেই ফাইনালের ৯ বছর পর আমরা নিজেদের একটু শিক্ষিত করতে পারবো।’