কিশোরগঞ্জে আরও ৯১ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে আরও ৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেছেন ২০ জন। সুস্থ হয়েছেন ৪১৮ জন।

রোববার (২১ জুন) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় সংগৃহীত ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়।

করোনা শনাক্ত হওয়া ৯১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে ২২ জন, করিমগঞ্জ তিনজন, তাড়াইল দুইজন, পাকুন্দিয়া একজন, কটিয়াদীতে পাঁচজন, কুলিয়ারচরে ছয়জন, ভৈরব ৩৬ জন, নিকলীতে একজন, ইটনায় একজন, মিঠামইনে একজন ও বাজিতপুর উপজেলায় ১৩ জন রয়েছেন।

জেলায় মোট করোনায় আক্রান্ত ১ হাজার ২২০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে ২২৭ জন, হোসেনপুরে ২৫ জন, করিমগঞ্জে ৮০ জন, তাড়াইল ৬৮ জন, পাকুন্দিয়ায় ৫২ জন, কটিয়াদীতে ৬৬ জন, কুলিয়ারচরে ৮৬ জন, ভৈরবে ৪৬০ জন, নিকলীতে ১৮ জন, বাজিতপুরে ৭৭ জন, ইটনায় ২৫ জন, মিঠামইনে ২৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় আটজন রয়েছেন।

Share this post

scroll to top