ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা ও মামলা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০জুন) বিকেলে নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, যুবলীঘাট ও সিকে ঘোষ রোড সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারী মাস্ক ব্যবহার না করায় মোট পঁচিশ হাজার নয়শত টাকা জরিমানা ও আটটি মামলা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, বিভিন্ন দোকানে শারীরিক দুরত্ব না মেনে ক্রেতাদের ভীড় ও পথচারীরা মাস্ক না পড়ায় এই জরিমানা ও মামলা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।