কক্সবাজারে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের রামু থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)।

এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (এসআই) মানস বড়ুয়া এই তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— বান্দরবানের আলীকদম ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মোতালেবের ছেলে আব্দুর রশিদ (২৬), উখিয়ার কুতুপালং ক্যাম্পের মকতুল হোসেনের ছেলে এনামুল হাসান (২২) ও বান্দরবানের দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার মৃত মোহাম্মদ ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৪১)।

অভিযানে ৫ আসামি পালিয়ে গেছেন। এরা হলেন— আনোয়ার সাদেক (২৪), মো. নবী (৩৬), মো. শাহাজান (৩৯), নুর আলম (৪১) ও কামাল (২৬)।

এসআই মানস বড়ুয়া জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে রামুর পূর্ব কাউয়ার খোপ এলাকার আল্লাহর দান স্টোরের সামনে রাস্তার ওপর মোটরসাইকেলে দুই লোক রামু বাইপাসের দিকে যাওয়ার সময় তল্লাসি চালানো হয়। ওই সময় ওই দুইজনের কাছ থেকে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

পরে তাদের দেয়া তথ্য মতে, কচ্ছপিয়া ইউনিয়নের আনোয়ার সাদিকের বাড়ি অভিযান চালানো হয়। ওখানে আরো এক লাখ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় আনোয়ার সাদিকের মা মাহমুদা বেগমকে।

তিনি জানান, এব্যাপারে মামলা করে আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this post

scroll to top