করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু ঘটেছে।
ফিলিপাইনের এই নাগরিকের নাম রুয়েল কাতান (৫০)। তিনি চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেক-এর শিপ প্ল্যানার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১০টার দিকে রুয়েল মারা যান বলে চমেক হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
ফিলিপাইনের কনস্যুলেট জেনারেল অফিসের চিফ অব স্টাফ শেখ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফিলিপাইনের নাগরিক রুয়েল করোনার উপসর্গ নিয়ে গত ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। তার করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলেও দুই সপ্তাহেও রিপোর্ট পাওয়া যায়নি। এরই মধ্যে শুক্রবার রাতে তিনি মারা যান। তিনি জ্বর এবং শ্বাস কষ্টে ভুগছিলেন।