ঢাকাFriday , 19 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

Link Copied!

corona-update-Ali-Asgorময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপির সভাপতি আলী আজগর ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও বিএনপির দফতর বিভাগ থেকে জানা যায়, বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) সকাল ৯-৫০ মিনিটে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, মাওলানা দ্বীন মোহাম্মদের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি-আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল থেকে মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী জাতীয়তাবাদী ওলামা দলকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। এছাড়া, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামেও ছিল তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা।’ বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শায়রুল কবির খান জানান, মাওলানা দ্বীন মোহাম্মদ বিএনপির দুর্যোগকালীন নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি বলেন, ‘উলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা কাশেমী এক-এগারোর সময় রাজনৈতিক সংকটে তার ভূমিকা অনন্য ছিল। ওই সময় রাজনৈতিকভাবে প্রথমবারের মতো জাতীয় প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভার উদ্যোগ নিয়েছিলেন মাওলানা কাশেমী।

বিএনপিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে

শায়রুল কবির খান জানান, বিএনপির নেতাকর্মীদের মধ্যে এখন পর্যন্ত প্রথম সারির কোনও নেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর না পাওয়া গেলেও সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে। নতুন করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপির সভাপতি আলী আজগর ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর  খন্দকার আশফাক নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত ১৩ জুন বিএনপির মহাসচিব জানিয়েছিলেন, সেদিন পর্যন্ত তাদের কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন এবং ৫৬ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।