ময়মনসিংহে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

Corona-Mymensingh district--Zilla--Updateময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন এবং সর্দ্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরো দুইজন মারা গেছেন। এরমধ্যে তিনজনের করোনা পজেটিভ ছিল। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২০৪ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, নান্দাইলের পাঁচরুখি গ্রামের মোরসালিন (২০) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর এস কে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার পর শুক্রবার ভোরে মারা যায়। নগরীর সেহড়া এলাকার মরিয়ম বেগম নামে এক বৃদ্ধা গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে এস কে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। এছাড়া গফরগাঁও উপজেলার মুখি মমজান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাকসুদা জাহান মুর্শিদীকে এস কে হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে সর্দ্দি জ্বর ও শ্বসকষ্ট নিয়ে নগরীর কালিবাড়ি এলাকার বৃদ্ধ জালাল উদ্দিন (৭৫) এস কে হাসপাতালে ভর্তির পর এবং গত বৃহস্পতিবার রাত সাড়ে ন’টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ইব্রাহিম খলিলকে কুর্মিটোলায় নেয়া পথে মারা যায়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Share this post