ঢাকাFriday , 19 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ ইন্ডাস্ট্রি পুলিশের নতুন কমান্ডেন্ট মোঃ মিজানুর রহমান

Link Copied!

মোঃ মিজানুর রহমানময়মনসিংহ ইন্ডাস্ট্রি পুলিশের নতুন কমান্ডেন্ট হলেন চাঁদপুরের পুলিশ সুপার পদন্নতিপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান। ১৮ জুন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানা যায়। চাঁদপুরে থাকাকালিন সময়ে তিনি নানা ধরনের অপরাধ নিমূর্লে ও বিশেষ করে মাদকমুক্ত জেলা গঠনে কাজ করেছেন।

জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই চাঁদপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে মো.মিজানুর রহমান যোগদান করেন। এরপর চাঁদপুরে থাকাকালিন সময়ে তিনি ২০১৯ সালের ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ অধিশাখা-১ এর ২৩০ জন সুপার নিউমারির পদের বিপরীতে এসপি হিসেবে পদন্নতি দেয়ার কথা উল্লেখ করা হয়। একই সাথে প্রজ্ঞাপনটি কার্যকরের নির্দেশ দেয়া হয়।

তাঁর জন্মস্থান সাতক্ষীরায়। ২৫তম বিসিএস (পুলিশ) এএসপি হিসেবে তিনি ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি প্রথমে এএসপি হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান, ঝালকাঠি সদর সার্কেল’এ দায়িত্ব পালন করেন। ২০১২ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি এবং প্রথমে পিবিআই, নাটোর জেলা পুলিশ, নৌ- পুলিশ এবং দুইবার শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।