বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা শুক্রবার সকাল ৭টায় না ফেরার দেশে চলে গেলেন। ময়মনসিংহের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এ ক্রিকেটার। বার্ধ্যক্যজনিত কারনে পরলোক গমন করেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, রাম চাঁদ গোয়ালা- যাকে বলা হয় বাঁ হাতি স্পিনের যাদুকর। ক্রিকেট মাঠে জীবনের অর্ধশতক পার করে দেওয়া সাবেক ক্রিকেটার রাম চাঁদ গোয়ালা খেলা ছাড়ার পর তাঁর নিজ শহর ময়মনসিংহে নিভৃত এক জীবন বেছে নিয়েছেন। ভাতিজা তপন কুমার গোয়ালা, দুই নাতি আকাশ ঘোষ ও অথৈ ঘোষ এবং দুই ভাতিজার স্ত্রীদের নিয়ে ময়মনসিংহের ব্রামেনপালির নিজ বাড়িতেই বসবাস করছিলেন রাম চাঁদ গোয়ালা।
পারিবারিক সূত্রে জানাযায়, ৮৪ বছর বয়সী রাম চাঁদ গোয়ালা শেষ বয়সে কানে কম শুনতেন। চলতি বছরের মার্চ মাসের ১১ তারিখে তার চোখে অপারেশনের মাধ্যমে একটি লেন্স লাগানো হয়। চোখে কম দেখতেন। এছাড়া স্ট্রোক হয়েছিল দুইবার। চলা ফেরা করতে পারতেন না। তার হাঁটুতেও ব্যাথা ছিল।