কাব্যিক উপমা, সেই সঙ্গে হৃদয়ের সমস্ত যন্ত্রণা উপুর করে ঢেলে মায়ের স্মৃতিতে এই চিঠিটি লিখেছিলেন সুশান্ত।
১৪ জুন চলে গিয়েছেন তিনি। কিন্তু রয়ে গিয়েছে তাঁর দীর্ঘ ছায়া। কখনও তাঁর অনন্য চিন্তাভাবনা, কখনও মায়ের জন্য তাঁর বুকে চাপা কষ্ট, বারবার উঠে আসছে এসবই। মাকে লেখা সুশান্ত সিং রাজপুতের পুরনো একটি চিঠিই চোখে জল আনছে অনুরাগীদের।
কাব্যিক উপমা, সেই সঙ্গে হৃদয়ের সমস্ত যন্ত্রণা উপুর করে ঢেলে মায়ের স্মৃতিতে এই চিঠিটি লিখেছিলেন সুশান্ত। চিঠিটিতে লেখা-
“যতদিন তুমি ছিলে ততদিন আমি ছিলাম। তারপর আমি শুধু বেঁচে থাকি তোমার স্মৃতিতে। একমাত্র এখানেই সময় স্থিতিশীল। ছায়ার মতো যেন। এই স্মৃতিটুকুই সুন্দর এবং চিরকালীন।”
সুশান্ত আরও লেখেন- “তোমার কি মনে পড়ে তুমি আমায় কথা দিয়েছিলে, আমায় ছেড়ে কোথায় যাবে না? আর আমি তোমায় কথা দিয়েছিলাম যাই হোক না কেন আমি হাসব। আমরা দু’জনেই কথা রাখতে পারলাম না।”