ময়মনসিংহে মহান বিজয় দিবসে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পরপর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু সহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পণ শেষে স্থানীয় রফিক উদ্দিন ভূইয়া ষ্টেডিয়ামে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভাগীয় প্রশাসন দিনব্যঅপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top