এক কোটি ৯৫ হাজার টাকা ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল আদালত) জিয়াউর রহমান শুনানি শেষে মঙ্গলবার (১৬ জুন) পল্টন থানার মামলায় এ আদেশ দেন। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই মোতালেব হোসেন বুধবার (১৭ জুন) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগার থেকে এসআই জাহাঙ্গীর হোসেনকে আদালতে উপস্থিত দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন। প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২০ সালের মার্চ মাসের প্রথম দিকে মতিঝিল থানা এলাকায় হাতেনাতে অস্ত্রসহ জাহাঙ্গীর হোসেনকে আটক করে ডিবি পুলিশ।