ময়মনসিংহের ভালুকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি বড়চালা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মাহবুবুল আলম সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই তার মৃত্যু হয়।
এদিকে ময়মনসিংহে একদিনে র্যাবের ১০ সদস্যসহ ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৫৯ জন।
সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম বলেন, সোমবার (১৫ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৫২ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এছাড়াও জেলার ১০ জন পুরাতন করোনা আক্রান্ত রোগীর পজিটিভ রিপোর্ট এসেছে। বাকি ৩৪ জন নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার বাসিন্দা।