স্বাস্থ্যবিধি না মেনে যানবাহন পরিচালনা করায় ময়মনসিংহের পাটগুদাম ব্রীজমোড়সহ বিভিন্ন মোড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশকয়েকটি বাসকে জরিমানার পাশাপাশি সিএনজি অটোরিকশাকে সর্তক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত যাত্রী তুলায় পাঁচটি যাত্রীবাহী বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনেক বাসে অতিরিক্ত যাত্রী, যাত্রীদের মাস্ক না থাকা এবং স্প্রে’র সুব্যবস্থা না থাকায় জরিমানা করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।
পরে নগরীর র্যালীর মোড় করোনাভাইরাস রোধে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের মাঝে মাস্ক বিতরন করেন মাইদুল ইসলাম।