ময়মনসিংহ স্মৃতিসৌধ আঙ্গিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোফাখখার হোসেন খোকনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, সারাবিশ্বে মানবজাতির যে বিপর্যয় হচ্ছে- তা হলো এই পরিবেশের কারণে। গাছ হলো পরিবেশের প্রাণ, সেই গাছ থেকে অক্সিজেন তৈরি হয়। সেই অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি।
সোমবার সকালে উদ্ধোধনের সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক শেখ মাসুম প্রমুখ উপস্হিত ছিলেন।