ঢাকাSaturday , 15 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ রান হোপের, দ্বিতীয় তামিম

Link Copied!

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন সফরকারী দলের ওপেনার সাই হোপ। ৩ ম্যাচের ৩ ইনিংসে ২৯৭ গড়ে ২টি অপরাজিত সেঞ্চুরিসহ মোট ২৯৭ রান করেছেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১৪৬ রান করেন হোপ। তার ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেটে জয়ের পাশাপশি সিরিজে সমতা আনে ক্যারিবীয়রা। এরপর সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ১০৮ রান করেন হোপ। তবে তার এই সেঞ্চুরি বিফলে যায়। কারণ ম্যাচটি ৮ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে ক্যারিবীয়রা।

সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের তামিম ইকবালের। ৩ ইনিংসে ২টি হাফ সেঞ্চুরিতে ১৪৩ রান করেছেন তামিম। তৃতীয় থেকে পঞ্চম স্থান দখলে রেখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাই। মুশফিকুর রহিম ১৩৩, সৌম্য সরকার ১০৫ ও সাকিব আল হাসান ৯৫ রান করেন।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ——————-ম্যাচ ——ইনিংস —–রান —-সর্বোচ্চ —গড় ——১০০ —৫০
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) —-৩ ——–৩ ——–২৯৭ —-১৪৬* —২৯৭.০০ –২ ——০
তামিম ইকবাল (বাংলাদেশ) —৩ ———৩ ——–১৪৩ —–৮১* —৭১.৫০ —-০ ——-২
মুশফিকুর রহিম (বাংলাদেশ) –৩ ———-৩ ——–১৩৩ —–৬২ —–১৩৩.০০ -০ ——-২
সৌম্য সরকার (বাংলাদেশ) —-৩ ———-৩ ——–১০৫ —–৮০ —–৩৫.০০ –০ ——-১
সাকিব আল হাসান (বাংলাদেশ)-৩ ———-২ ———৯৫ —–৬৫ —–৪৭.৫০ –০ ——-১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।