ঢাকাMonday , 15 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের প্রাণনাশের হুমকিতে থানায় জিডি

Link Copied!

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিকদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় জিডি করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার ১৫ জুন দুপুরে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল সকল সাংবাদিকের পক্ষে বাদী হয়ে এই জিডি দায়ের করেন।

সাংবাদিকরা জানান, কিছুদিন আগে সৌদি প্রবাসী কাওসার মিয়া কাজলের স্ত্রী কাকৈরগড়া গ্রামের মনি আক্তার (২৫) কে নিয়ে পালিয়ে বিয়ে করেন বালুদস্যু আলাল সর্দার ।

এরপরে তাদের নিজেদের পোস্ট করা ঘনিষ্ঠ মূহুর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। পরবর্তীতে মনি আক্তারের প্রবাসী স্বামীর বড় ভাই লাক মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং একটি কপি প্রেসক্লাবে অনুলিপিও দেন।

এরই প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া শুরু করে মনিকে নিয়ে পালানো লেবার সর্দার আলাল। বিষয়টি নিয়ে দুর্গাপুর প্রেসক্লাবে জরুরী সভা করার পর জিডির সভার সিদ্ধান্ত হয়।

স্থানীয় সাংবাদিকরা আরো জানান, লেবার সর্দার আলাল ড্রেজার দিয়ে সোমেশ্বরী নদীতে বালু শ্রমিকের কাজ করতো। এই থেকে এক সময় লেবারদের সর্দার বনে যান।

পরবর্তীতে গত কয়েক বছরেই কোটিপতি হয়ে যান। তবু নাম রয়ে যায় আলাল সর্দার। আর এই আলাল সর্দার টাকার দাপটে নানা অপকর্ম করে বেড়ান। গত কিছুদিন পুর্বে বালু বোঝাই ট্রাকেয় চাপায় পিষ্ট হয়ে গৌরিপুর থেকে পিকনিক করে ফেরার পথে এসএসসি দেয়া চার ছাত্র নিহত হয়।

এ নিয়ে ছাত্ররা আন্দোলন করলে তাদের ওপরও হামলা চালায় এই আলাল। এসবেও খ্যান্ত নন তিনি। তার আরো একাধিক স্ত্রী থাকা স্বত্তেও সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন তিনি। আর এই বিষয়টি ফেইসবুকে ভাইরালও হয়। প্রবাসীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে তাদেরকেও রেহাই দেননি আলাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।