ময়মনসিংহের ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর মা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের স্ত্রীসহ ৬ জনের দেহে করোনা ভাইরাস আক্রান্তের খবর নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিভিল সার্জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেকের) পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় রবিবার (১৪ জুন) রাতে তাদের রক্তে করোনা (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়ে।
রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের সিভিল সার্জন মশিউল আলম মুঠোফোনে তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে রবিবার (১৪ জুন) রাতে ময়মনসিংহ ১১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপির মা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের স্ত্রীসহ ৬ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে ভালুকা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৫ জনে। এদের মধ্যে আবু হানিফ নামের একজন মারা গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমার শাশুড়ি ও স্ত্রীসহ ৬ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে।