ফরাসি লিগের সবচেয়ে সফল দল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার হলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তিনি এখন পর্যন্ত পিএসজির হয়ে ৩০১ ম্যাচ খেলে একমাত্র ফুটবলার হিসেবে ২০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। এদিকে পিএসজির হয়ে সবচেয়ে বেশি সময় ধরে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা। ২০১২ থেকে এখন পর্যন্ত ২৮৭ ম্যাচে পিএসজিকে নেতৃত্ব দিয়ে গেছেন সিলভা।
তবে ক্লাবের দুই সফল ফুটবলারকে চলতি মৌসুম শেষে ছেড়ে দিতে চলছে পিএসজি। ফরাসি সংবাদ মাধ্যম লে জার্নাল দো দিমাঞ্চেকে এমন তথ্য জানিয়েছেন ক্লাবটির পরিচালক লিওনার্দো আরাউজো। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক কঠিন এক সিদ্ধান্ত। তারা ক্লাবের ইতিহাসকে অনেক সমৃদ্ধ করেছে। ক্লাবের সাথে তাদের গল্পগুলো অনেক সুন্দর। কিন্তু সবকিছুর একটা শেষ আছে।’
এই দুই তারকার চলতি জুন পর্যন্তই ক্লাবের সঙ্গে চুক্তি ছিল। এদিকে করোনার কারণে চলতি ফরাসি লিগ বাতিল হয়ে যায়। ক্লাবও এজন্য আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই দুই তারকার চুক্তির মেয়াদ না বাড়িয়ে আর্থিক ক্ষতির পরিমাণ কিছুটা কমাতে চাইছে পিএসজি।
এ নিয়ে লিওনার্দো আরও যোগ করেন, ‘আমাদের একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। হতে পারে আমরা ভুল। তবে আমাদের এখন ক্লাবে সঠিক কোনো অবস্থান নেই। আপাতত আমরা চ্যাম্পিয়নস লিগের দিকে নজর দিচ্ছি। তবে তাদের সঙ্গে বিষয়টা কিভাবে কী হবে সেটি এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।’