২৩৬০ কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে প্রশিক্ষণ দিলো ইসি

করোনাকালে নাগরিকদের অনলাইন সেবা দিতে জাতীয় পরিচয়পত্র প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট ২ হাজার ৩৬০ জন কর্মকর্তা-কর্মচারীর অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিস প্রজেক্ট (আইডিইএ)।

রোববার (১৪ জুন) আইডিয়া প্রজেক্ট এর স্কোয়াড্রন লিডার (অফিসার ইনচার্জ কমিউনিকেশন) কাজী আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

কাজী আশিকুজ্জামান বলেন, ফ্যাসিলিটেটর, আঞ্চলিক নির্বাচন অফিসার, অতিরিক্ত আঞ্চলিক, অতিরিক্ত জেলা, সিনিয়র জেলা নির্বাচন ও জেলা নির্বাচন অফিসার, উপজেলা/থানা অফিসার, ডাটা অ‌্যান্ট্রি অপারেটর ও অফিস সহকারীসহ মোট প্রশিক্ষণার্থীদের ১৩৯ ব্যাচে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। কোনরকম অর্থ ব্যয় না করেই সামাজিক যোগাযোগ মাধ্যম (জুম অ্যাপ) ব্যবহার করে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।

গত ২০ মে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভিডিও কনফারেন্সে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। ঈদুল ফিতরের ছুটির পর গত ১ জুন থেকে শুরু করে ১৪ জুন পর্যন্ত একটানা এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে। প্রশিক্ষণটির সার্বিক তত্বাবধানে ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

নির্বাচন কমিশনের ১০টি নির্বাচনি অঞ্চলের সব অঞ্চল, জেলা নির্বাচন অফিস, উপজেলা ও থানা নির্বাচন অফিসের সব অফিসার, ডাটা অ‌্যান্ট্রি অপারেটর, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং এনআইডি উইং ও আইডিইএ প্রকল্পের কর্মকর্তারা এতে অংশ নেন।

Share this post

scroll to top