চট্টগ্রামে ৫ হাজার ছাড়িয়ে গেলো করোনা আক্রান্তের সংখ্যা

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে।

রোববার (১৪ জুন) নতুন করে ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২০৮ জন চট্টগ্রাম মহানগর এলাকার। বাকি ৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল মোট ৮৫৬ জনের নমুনা পরীক্ষায় এই নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৪ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবের ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩০৪ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই নগরীর বাসিন্দা।

সব মিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৫ হাজার ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১১ জন। সুস্থ হয়েছেন প্রায় দেড় হাজার জন।

Share this post

scroll to top