করোনা উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপককে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

mmch

ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান করোনার উপসর্গে গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, ইতিমধ্যেই বিমান বাহিনীর হেলিকপ্টারটি ময়মনসিংহে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান জানান, ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হচ্ছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ জানান, ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কিন্তু তার করোনার উপসর্গ রয়েছে। প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট রয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

Share this post

scroll to top