নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদীতে বালুবাহী দুই নৌকার ঝগড়ায় অপর নৌকার বেলচার আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হন আব্দুস সালাম (২৭) নামে এক ড্রেজার শ্রমিক।
শনিবার (১৩ জুন) সকালে দুর্গাপুর পৌর শহরের খুঁজিউরা বালুঘাটে এ ঘটনা ঘটে । নিখোঁজ শ্রমিক উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।
খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি টিম ও ময়মনসিংহের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে তেমন আগাতে পারছেনা বলে জানায় ডুবুরি দল।
স্থানীয়রা জানান, সকালে বালু তোলার জন্য ইঞ্জিন চালিত ড্রেজার নৌকা নিয়ে নদীতে ঘুরতে শুরু করে সালাম সহ আরও তিনজন ।
এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবাহী নৌকা তাদের সজোরে ধাক্কা দিলে সালামদের নৌকার সামনের অংশ ভেঙে যায় ।
এই নিয়ে দুই নৌকার শ্রমিকদের মাঝে তুমুল ঝগড়া বাধে । এক পর্যায়ে ধাক্কা দেয়া অপর নৌকার একজন বেলচা দিয়ে সজোরে আঘাত করে সালামদের। এতে তিনজনই পানিতে পড়ে গেলে দুজন সাঁতরে পাড়ে উঠে।
কিন্তু সাঁতার না জানা শ্রমিক সালাম তলিয়ে যান। পরে স্থানীয়রা থানা এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানায়, নিহতের পরিবার অভিযোগ দেওয়া মাত্রই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।