রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বিজিবি’র ২ সদস্যের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি’র দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপজেলার সারাংপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যরা হলেন ল্যান্স নায়েক জুবায়ের (৩৪) ও ল্যান্স নায়েক আবু সাঈদ(৩৫)। তারা বিজিবির রাজশাহী ৫৩ ব্যাটালিয়নের সদস্য।

ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিজিবির নিজস্ব গাড়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এসময় গোদাগাড়ী সরকারি কলেজের পাশে সারাংপুর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় বিজিবির গাড়িটি রাস্তার মধ্যে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ল্যান্স নায়েক জুবায়ের মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান ল্যান্স নায়েক আবু সাঈদ।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদ হাসান জানান, রাজশাহী সেক্টরের বিভিন্ন ব্যাটেলিয়নের বিসিএম গ্রেড-২ কোর্সে প্রশিক্ষণের জন্য দিনাজপুর সেক্টরে যাওয়ার কথা ছিল। এ লক্ষ্যে ৫৯ বিজিবির ১২ জন এবং ৫৩ বিজিবির নয়জন মোট ২১ জন সদস্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে নিজস্ব ট্রাক যাচ্ছিল।

তিনি আরো বলেন, অপর ১৯ জন সদস্যর সবাই হালকা জখম ও আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি

Share this post

scroll to top