ময়মনসিংহে করোনায় নতুুন শনাক্ত ৭৮জন

Corona-Mymensingh-Updateময়মনসিংহে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ৭৫২টি নমুনা পরীক্ষায় ৭৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৭ জন, নেত্রকোনা জেলায় ৩ জন, শেরপুর জেলায় ৭ জন এবং জামালপুর জেলায় ২১ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৪৭ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জন, সদরের ৪ জন, ফুলপুরের ৬ জন, তারাকান্দার ২ জন, ত্রিশালের ৬ জন, ভালুকার ১২ জন, নান্দাইলের ২ জন, ফুলাবাড়িয়ার ২ জন ও মুক্তাগাছার ১ জন। নেত্রকোনা জেলার সদরে ২ জন ও কেন্দুয়ায়১ জন । জামালপুর জেলা সদরে ১০ জন, দেওয়ানগঞ্জে ৫ জন, ইসলামপুরে ২ জন, মেলান্দহে ৩ জন, মাদারগঞ্জে ১ জন। শেরপুর জেলা সদরে ৩ জন, ঝিনাইগাতিতে ৪ জন। এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৭৯০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮৯৭ জন, জামালপুর জেলায় ৪০৬ জন, নেত্রকোনা জেলায় ৩২২ জন এবং শেরপুর জেলায় ১৬০ জন।

Share this post

scroll to top