বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে গেলো দুই মাসে নেত্রকোনার দুর্গাপুরে ৯ পুলিশ সদস্যসহ আক্রান্ত হয়েছেন ২২ জন । এর মাঝে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মোট সাতজন । শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদেরকে ছাড়পত্র দেন ।
এর আগে গেলো মে মাসের ৭ তারিখ নারায়ণগঞ্জ ফেরত উপজেলার বাকলজোড়া গ্রামের জাহাঙ্গীরের শরীরের প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এই উপজেলায় । এরপর মাত্র ৩ দিনের ব্যবধানে আরও ২ জন রোগী শনাক্ত হয় দুর্গাপুরে । সর্বশেষ গত ১০ ই জুন দুর্গাপুর থানার ৭ পুলিশ সদস্যসহ শনাক্ত হয় ৮ জন । এই নিয়ে এখন পর্যন্ত এই উপজেলায় দুই নারী, ৯ পুলিশ সদস্য সহ সনাক্ত মোট ছিল ২২ জন ।
এদের মধ্য থেকেই প্রথম সারির সাতজনের একাধিকবার নমুনা সংগ্রহ করার হলে পরপর দুইবার তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করেন । এর মাঝে আজ পাঁচ জনকে সুস্থতার সনদপত্র দেন চিকিৎসকরা ।
শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম প্রত্যেককে মাঝে ফল ও সুস্থতা সনদপত্র বিতরণ করেন ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবরেটরী সহকারি আব্দুল মতিন, দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোবারক হোসেন খোকন, 5 নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মতিউর রহমান সহ প্রমুখ ।
এখন পর্যন্ত উপজেলায় মোট ৩ শত ১৩ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর মাঝে এখন পর্যন্ত প্রায় ২ শত ৪২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আর ২২ জন পুরো উপজেলায় করোনায় শনাক্ত হলো ।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম ইসলাম জানান, এখন পর্যন্ত পুরো উপজেলা বা একজন করানা আক্রান্ত হলেও এদের মধ্যে ৭ জন পুরোপুরি সুস্থ হয়েছেন । এদের মাঝে বৈরী আবহাওয়ার কারণে দুইজন আসতে না পারায় ৫ জনকেই সুস্থ সনদ পত্র বিতরণ করা হয়েছে ।