মামলায় জড়ালেন প্রভাস!

লকডাউন অমান্য করায় ‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও প্রভাসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে দ্বিমত রয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় শ্রীলিঙ্গমপল্লী থানায় প্রভাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লকডাউন চলাকালীন প্রভাস নিজের গেস্ট হাউসে গিয়েছিলেন। স্থানীয় থানায় এ খবর পৌঁছতেই তড়িঘড়ি করে সেখানে পৌঁছায় পুলিশ। তারপর প্রভাসকে গেস্ট হাউসে ঢুকতে বাধা দেয়। পাশাপাশি গেস্টহাউসটি সিজ করা হয়েছে।

অন্য এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রভাস নয় বরং তার স্টাফের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। লকডাউনের মাঝে সরকারি নির্দেশনা অমান্য করে প্রভাসের ব্যক্তিগত গেস্ট হাউসে গিয়েছিলেন তিনি। গেস্ট হাউসটি রায়দুর্গমে অবস্থিত। নিয়ম ভঙের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। গত মঙ্গলবার হায়দরাবাদের কুকাটপল্লী আদালতে এ মামলার শুনানি ছিল।

এবারই প্রথম নয়, বছর দুয়েক আগেও এক ফার্মহাউস নিয়ে আইনি বিপাকে পড়েছিলেন প্রভাস। সরকারি জমি দখল করে বিনা অনুমতিতে সেখানে ফার্মহাউস গড়ে তোলার অভিযোগে মামলা দায়ের হয়েছিল এই অভিনেতার বিরুদ্ধে।

Share this post

scroll to top